
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। চলতি সপ্তাহেই তাঁকে ইডি অফিসে ডাক পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে যাদের নাম রয়েছে, তার মধ্যে একটি নাম বনির। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে বনি বলেন তিনি ইডিকে সহযোগিতা করবেন।
নিয়োগ দুর্নীতি মামলার জট ছাড়াতে কুন্তলের কয়েকজন এজেন্টকেও চলতি সপ্তাহে ডেকে পাঠিয়েছে ইডি।হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আবার তলব করেছে ইডি। এই নিয়ে একাধিকবার জেরা করা হবে শান্তনুকে। নিয়োগ দুর্নীতির জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। তদন্তে নেমে একের পর পরত খুললে উঠে আসছে চমকে যাওয়া সব তথ্য।লক্ষ-কোটি টাকার হিসেব উঠে আসছে। কারা জড়িত ছিল এই চক্রে, কাদের অ্যাকাউন্টে ঢুকেছে এই দুর্নীতির টাকা, তা জানতে তৎপর তদন্তকারী সংস্থা।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023