ভুয়ো শিক্ষকের জের, এবার আর শিক্ষকদের লোন দেবে না ব্যাঙ্ক
4 days ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
।। শঙ্কর দাস ।।
নিয়োগ দুর্নীতি
ও আদালতের নির্দেশে একের পর এক ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিলের ঘটনায় শিক্ষকদের লোন দেওয়া
বন্ধ রাখলো ব্যাঙ্ক।সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ
ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যার জেরে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে।
কয়েকদিন আগে পর্যন্ত
প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা সহজে দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক
থেকে সহজে লোন নিতে পারতেন। নিয়োগ দূর্নীতি এবার লোন নেবার ক্ষেত্রে কাল হয়ে দাঁড়িয়েছে
দক্ষিণ দিনাজপুরে। ২০১৪ সালের পর চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের
সাথে যুক্ত কর্মীদের লোন দেওয়া বন্ধর কথা ঘোষণা করলো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক সেন্ট্রাল
কো-অপারেটিভ ব্যাংক।
জেলায় এই ব্যাঙ্কের
৯ টি শাখা রয়েছে। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরে গ্রুপ-সি গ্রুপ-ডি
অশিক্ষক কর্মী ও বহু শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। দিনের পর দিন যে ভাবে নিয়োগ দূর্নীতি
সামনে আসছে। তাতে লোন গ্রহীতা কোন শিক্ষকের চাকরি বাতিল হয়। সেক্ষেত্রে তাদের দেওয়া
লোন কিভাবে ফেরত পাওয়া যাবে সেই চিন্তায় আপাতত নতুন করে শিক্ষকদের কাউকে লোন না দেওয়ার
নির্দেশ জারি করেছে ব্যাঙ্ক।