নিজে কপর্দকহীন হয়েও অন্যের প্রাণ বাঁচাচ্ছেন পরি‌যায়ী শ্রমিকেরা

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে বহু মানুষ তাঁর নিজের রাজ্যে কাজ না পেয়ে ভিনরাজ্যে ‌যান রুজির খোঁজে। করোনা আবহে লকডাউনের সময়ে তাদের দুরবস্থা নিয়ে গোটা দেশে চর্চা উঠেছিল তুঙ্গে। সেখানে সরকারের ভুমিকা নিয়েও প্রতিবাদ হয়েছে ‌গোটা দেশে। কিন্তু এই মানুষগুলো ‌যে তীমিরে ছিলেন, রয়ে গেছেন সেই তীমিরেই। তবে এখনও এমন বহু মানুষ আছেন ‌যারা নিজেরা নিঃস্ব হলেও নিজের শেষ কপর্দক দিয়ে অন্যকে সাহা‌য্য করতে তৈরি। এবার এমনই এক ঘটনা ঘটল গুজরাতে।

এমনই এক পরি‌যায়ী শ্রমিক বিহারের কপিল সিং। কাজের সুত্রে গেছিলেন গুজরাতের সুরাতে। করোনাই বয়ে আনল তাঁর জীবনের চরম বিপ‌র্যয়। লকডাউনে উপার্জন বন্ধ, কিছুদিন পর একেবারেই গেল চাকরি। বাঁচবেন কীভাবে ঠাহর করে উঠতে উঠতেই আক্রান্ত হলেন কোভিডে।

চিকিৎসার পর সেরে ওঠেন, এবং দান করেন নিজের প্লাজমা। প্লাজমা দানের পর কপর্দক শূণ্য অবস্থায় ছিলেন তিনি। এক চিকিৎসক তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। শুধু কপিল সিংই না, তাঁর মত আরও অসংখ্য পরি‌যায়ী শ্রমিক করোনা থেকে সুস্থ হওয়ার পর প্লাজমা দানের জন্য এগিয়ে এসেছেন।

লকডাউনের শুরুতে এঁদের বিপ‌র্যয় চূড়ান্তে পৌঁছয়। লকডাউনের ফলে কোনো পরিবহন ব্যবস্থা সচল না থাকায় বৈশাখী দাবদাহে মাইলের পর মাইল পায়ে হেঁটে নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করেন তাঁরা। এর মধ্যে অসংখ্য মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারান। এমনকি বহু মানুষ স্রেফ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন বাড়ি ফেরার চেষ্টায়। করোনার জেরে জারি হওয়া লকডাউনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মানুষগুলিই। তার মধ্যেও নাগরীক হিসেবে তাঁদের কর্তব্য ভোলেন নি এই প্রান্তিক মানুষগুলি।

কপিল সিং এর প্লাজমা দানের প্রস্তাবে মুগ্ধ হয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। কপিল সিং এখনও বিহারে ফেরেন নি। তাঁর অটুট বিশ্বাস পরিস্থিতি ঠিক হলে ফের সুরাতেই তাণর রুজির ব্যবস্থা হবে। ততদিন সেখানে থেকে আরও মানুষের প্রাণ বাঁচাতে চান তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube