
নিউজটাইম ওয়েবডেস্ক : গোবরডাঙার সমাদ্দার পাড়া এলাকায় গত মাসের ২৬ তারিখ নিজের বাড়ি থেকে পুষ্প আচার্য নামে বছর পয়ষট্টির এক বৃদ্ধার মৃতদে উদ্ধার হয়। বৃদ্ধার ঘরের জিনিসপত্র এলোমেলো ছিল বৃদ্ধাকে খুন করা হয়েছে, থানায় অভিযোগ করেন পরিবারেরই এক সদস্য। ঘটনার তদন্ত নেমে ন’দিনের মাথায় গ্রেফতার বৃদ্ধার দেওরের ছেলে পিন্টু আচার্য নামে এক যুবক।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বৃদ্ধার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মাস খানেক আগে ধার নিয়েছিল পিন্টু, সেই টাকা ফেরত চাওয়াতেই ২৪ তারিখ রাতে বৃদ্ধাকে খুন করে। প্রাথমিক জেরায় অভিযুক্ত জানিয়েছে বৃদ্ধাকে গলা টিপে খুন করা হয়েছে।ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ বারাসাত আদালতে তোলা হচ্ছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023