
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের আক্রান্ত বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিউটাউনে প্রাতঃভ্রমণের পর চা চক্রে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এই চা চক্রের পথেই বাধে গোলমাল। এই গোলমাল গড়িয়ে যায় গাড়ি ভাঙচুড় পর্যন্ত। শেষে বিজেপি নেতার দেহরক্ষীদের বন্দুক উঁচিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। দিলীপ ঘোষ জানান, তাঁর জন সংযোগ প্রক্রিয়া ভেস্তে দেওয়ার জন্যেই তৃণমূলের পরিকল্পিত ভাবে হামলা করেছে। তবে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া করা হয়নি।
সম্প্রতি বিজেপি নেতা নিউচাউনের জ্যোতভীম এলাকায় বসবাস শুরু করেছেন। এবং এখানেই তিনি প্রত্যেকদিন সকালে প্রাতঃভ্রমণের সাথে সাথে এলাকার মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য বিভিন্ন ছোটো ছোটো চা চক্রের মত ব্যবস্থা করা হয়। সেরমই একটি চা চক্রের ব্যবস্থা করা হয় তার আবাসনের পেছন দিকে। সেখানেই শুরু হয় ঝামেলা। তিনি সেখানে পৌঁছলে এই বচসা চরমে পৌঁছয়। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি নেতা প্রিতম ঘোষের নেতৃত্বে প্রস্তুতি শুরু হয়। এর মধ্যেই স্থানীয় কিছু মানুষ সেখানে ঐ প্রস্তুতিতে বাধা দেন, এবং জানান এই এলাকায় বিজেপির কোনো জায়গা নেই। কোনো রকম বৈঠক বা অনুষ্ঠান ওখানে করা যাবেনা। এমনকি বিজেপি নেতা প্রিতম ঘোষের মোবাইলও কেড়ে নেওয়া হয়। এবং বচসা ধীরে ধীরে ধস্তা ধস্তির দিকে এগোয়। বিজেপির দাবি পরিকল্পিত ভাবেই রাজ্য সবাপতির কর্মসূচিতে বাধা দিয়েছে তৃণমূল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022