
নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালে বি সি সি আই-এর তরফে ঘোষণা করা হল নিউ জিল্যান্ড সিরিজের জন্যে ভারতের টেস্ট দলের খেলোয়ারদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টেস্ট সিরিজে ভারতের হয়ে খেলছেন না রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি চলাকালীন ব্যাট করার সময় পেশিতে চোট পান রোহিত। ফলে দলে ফের ডাক পড়েছে পৃথ্বি সাউয়ের। থাকছেন শুভমান গিলও। ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলে টেস্ট দলে স্থান পাকা ইশান্ত শর্মারও। লিমিটেড ওভার ক্রিকেটে ভালো পারফরমেন্স করায় টেস্ট দলে রাখা হয়েছে নভদীপ সাইনিকে।
বিরাট কোহলি (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বি সাউ, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022