
নিউজটাইম ওয়েবডেস্ক : আবাস যোজনার ঘর নিয়ে আশাকর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো একদল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে দ: ২৪ পরগণার বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের মতিসর্দার পাড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, আশাদিদি যারা ঘর পাওয়ার কথা তাদের নাম বাদ দিয়ে যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদের নাম দিয়েছেন। আরও অভিযোগ, রাতের অন্ধকারে বেশকিছু লোকের থেকে টাকা ও আধার কার্ড নিয়ে তাদের নাম দিয়েছেন।
তাদের বক্তব্য, পুনরায় সার্ভে করে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দিতে হবে, না হলে তারা আরো বড় ধরনের বিক্ষোভ দেখাবেন। এ বিষয়ে আশাকর্মী হেলেনা বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার কাজ দিদিমনির সঙ্গে থেকে ঘর দেখিয়ে দেওয়া, আমি সেটাই করেছি। কিভাবে নাম বাদ গেল সেটা বলতে পারব না। আমি চাই পুনরায় সার্ভে করে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাক’। এ ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের লোকজনকে বুঝিয়ে শান্ত করেন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023