
নিউজটাইম ওয়েবডেস্ক : মাত্র ৯বছর বয়সী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক ষাটোর্ধেব গৃহ শিক্ষকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গোকুল নগরে। পরিবারের অভিযোগ পড়াতে এসে একা পেয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালাতেন ওই গৃহশিক্ষক। ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে ছাত্রীর পরিবার। তার ভিত্তিতে আটক করা হয়েছে গৃহশিক্ষককে।
জানা গেয়েছে নিমাই চক্রবর্তী ওই গৃহ শিক্ষক পাশের গ্রাম দাদপুরের বাসিন্দা। অভিযোগ, কয়েকদিন আগে ওই ছাত্রীকে পড়াতে এসে যৌন নির্যাতন করেন শিক্ষক। নাবালিকা বিষয়টি বাড়িতে জানায়। এরপর ওই গৃহ শিক্ষককে নিয়ে গ্রামের সালিসি সভায় বসানো হয়। নাবালিকার মেডিক্যাল টেস্টে যৌন নির্যাতনে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর শনিবার রাত ১০টা নাগাদ গোকুলনগরের গ্রামের সালিশি সভা থেকে ওই গৃহশিক্ষককে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্যক্তি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022