
।।অলিপ মিত্র।।
চরম অমানবিক! নাবালক শিশুকে চোর সন্দেহে বেধড়ক মারধর এলাকাবাসীদের। এমনই ভিডিও ভাইরাল হওয়ায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ালো শনিবার। ঘটনাস্থল রায়গঞ্জের দেবীনগরে ২৭ নম্বর ওয়ার্ডে কান্তনগর এলাকা।
স্থানীয় সুত্রে জানা গেছে, কুলিক নদীর বাধ সংলগ্ন ওই এলাকায় শুক্রবার রাতে একটি শিশুকে উদ্দ্যশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে এলাকার কিছু যুবক। স্থানীয়দেরই একাংশ বিষয়টি দেখতে পেয়ে আক্রমনকারীদের হাত থেকে শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য পাঠায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে যায়। যদিও স্থানীয় প্রাক্তন পুর কাউন্সিলর ও বর্তমান পৌরসভার ওয়ার্ড কো অর্ডিনেটর প্রসেনজিৎ সরকার বিষয়টি নিয়ে তীব্র নিন্দা করেন। সেইসঙ্গে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023