
।।সুমন মজুমদার।।
নাকা চেকিং এ উদ্ধার হল তিনটি দেশি পিস্তল ও ১৫ টি কার্তুজ , গ্রেপ্তার ২।
গতকাল রাতে ধানতলা থানার নিমতলা মোড়ে নাকা চেকিং এর সময় বাইকটিকে দাঁড় করাতে চাইলে দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সন্দেহ হওয়ায় তখনই কর্তব্যরত পুলিশকর্মীরা ধাওয়া করে ধরে ফেলে বাইকটিকে সেখানে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি দেশি পিস্তল ও ১৫ রাউন্ড কারতুজ, পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বাবন দাস ও ধনঞ্জয় সরকার। আজ তাদের রানাঘাট আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023