‘নমস্তে’ই ভরসা ট্রাম্পের

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রথমবারের জন্য ভারত সফর করেছেন  সপ্তাহ তিনকে আগেই ।  সেই সময়ে নমস্কার করেই অধিকাংশের সঙ্গে সৌজন্য বিনিময় করেছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার সেই ‘নমস্তে’-এর উপরই আস্থা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ।

মার্কিন সফরে গিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও বারাদকার। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল ভারতীয় রাষ্ট্রনেতার। বৈঠক শুরুর আগে সাধারণত করমর্দনের মাধ্যমে বিনিময় সারেন রাষ্ট্রনেতারা। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় করমর্দন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সেই বিধি মেনেই একে অপরকে ‘নমস্তে’ জানান ট্রাম্প ও বারাদকার।

পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজ করমর্দন করিননি তারা। আমরা একে অপরের তাকিয়ে তারা তাদের মনের ভাব প্রকাশ করেন,অদ্ভুত এই অনুভুতিতে খুশী তিনি। তাই নমস্কার করেন তিনি। সবেমাত্র  ভারত থেকে ফিরেছেন তিনি , সেখানে কারোর সঙ্গে করমর্দন না করায় এই কাজ তাঁর পক্ষে সহজ হয়েছে বলে জানান তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube