
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে নয়া শিক্ষাবর্ষের (২০২০-২১) স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমেস্টার বা বর্ষের ক্লাস। মঙ্গলবার একথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
টুইটারে তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের সূচি নিয়ে কমিটির রিপোর্ট গ্রহণ করেছে কমিশন এবং ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের) নির্দেশিকায় অনুমোদন দিয়েছে।’ গুরুত্বপূর্ণ তারিখ : ১) ভরতি প্রক্রিয়া : আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে। ২) প্রথম বর্ষ বা সেমেস্টারের পঠনপাঠন শুরুর তারিখ : ১ নভেম্বর, ২০২০। ৩) পরীক্ষার সময় : ২০২১ সালের ৮ মার্চ থেকে ২৬ মার্চ। ৪) সেমেস্টার ব্রেক : ২০২১ সালের ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল। ৫) জোড় সেমেস্টার শুরুর তারিখ : ২০২১ সালের ৫ এপ্রিল। ৬) প্রস্তুতির জন্য ছুটি : ২০২১ সালের ১ অগস্ট থেকে ৮ অগস্ট। ৭) পরীক্ষার সময় : ২০২১ সালের ৯ অগস্ট থেকে ২১ অগস্ট। ৮) সেমেস্টার ব্রেক : ২০২১ সালের ২২ অগস্ট থেকে ২৯ অগস্ট। ৯) এবারের ব্যাচের পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষের শুরুর তারিখ : ২০২১ সালের ৩০ অগস্ট। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে পড়ুয়ারা যে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সে কথা বিবেচনা করে তাঁরা কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হয়েও ছেড়ে দিলে পুরো অর্থ ফেরত পাবেন। মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন পড়ুয়ারা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা করতে হবে। তবে পোখরিয়াল স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র নয়া শিক্ষাবর্ষের ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022