
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের সচিবালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশের পর শুরু হয়েছিল তুমুল বিতর্ক। অবশেষে রাজ্যের তরফে জানানো হল, সম্পূর্ণ লকডাউনের তারিখ ভুলবশত আগামী ২৯ অগস্ট ছাপা হয়েছে। সেদিন লকডাউন থাকবে না। বরং পূর্ব ঘোষণা মতোই আগামী ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগস্ট সার্বিক লকডাউন কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজ্যের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, কনটেনমেন্ট জোনে আগামী ৩১ অগস্ট পর্যন্ত লকডাউন চলবে। আর আগামী মাসে সাতদিন সার্বিক লকডাউন কার্যকর হবে। সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সার্বিক লকডাউনের তারিখ আসতেই দেখা যায়, তালিকা থেকে একটি তারিখ বাদ চলে গিয়েছে। পরিবর্তে অন্য একটি দিন যোগ হয়েছে। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়, কতবার সার্বিক লকডাউনের দিন পালটানো হবে, তা নিয়ে সমালোচনার মুখে পড়ে সরকার। পরে অবশ্য নবান্নের তরফে জানানো হয়েছে, ভুলবশত ২৯ অগস্ট যোগ হয়ে গিয়েছে। আসলে ২৪ অগস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022