
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
রাতের অন্ধকারে বালাশন নদী থেকে অবৈধভাবে ট্রাকটারে বালি লোড করার সময় বালি চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। সোমবার এই ঘটনা চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত বানিয়াখারী এলাকার ত্রিপালী জোত এলাকায়। ঘটনায় মৃতরা হলো রোহিত সাহানি, শ্যামল সাহানি ও মুনু কুমার। এর মধ্যে রোহিত সাহানি ও শ্যামল সাহানি নাবালক।তাদের দুজনের বয়স ১৫ বছর।ঘটনার পর মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। গত জানুয়ারি মাস থেকে বালাসন নদীতে সমস্ত রকম বালি পাথর তোলা ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে ট্রাকটারে করে অবাধে চুরি হচ্ছে বালি,পাথর। অভিযোগ একইভাবে গতকাল রাতে ট্রাকটারে করে ওই তিনজন বালি লোড করাছিল। সেই সময় বালির চাক ধসে পড়ালে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। যদিও ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এরপর খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে বুলডোজারের মাধ্যমে বালি সড়িয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যদিকে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023