
খুব সম্প্রতি আমাদের সবার ‘দাদা’ মহারাজ সৌরভ গাঙ্গুলি তাঁর লুকে কিছুটা বদল এনেছেন । ক্লিন শেভ থেকে দাড়ি রেখেছেন গাল ভর্তি । আর ‘দাদা’র এই লুকে মুগ্ধ ৮থেকে ৮০ সকলেই । বিশেষ করে মহিলা ভক্ত মহলে সারা ফেলেছেন সৌরভ ।

এবার ফের তাঁকে দেখা গেলো নতুন লুকে খোশ মেজাজে । একটি বিজ্ঞাপন শুটিং-এর সেটে সৌরভ গাঙ্গুলিকে দেখা গেলো একেবারে অন্য মুডে । চোখে কালো সানগ্লাস, ব্রাউন রঙের শার্ট আর বেইজ রঙের কোট-প্যান্টে এ যেন এক অন্য মহারাজ!
আর ‘দাদা’র এই লুকও নিশ্চিত ভাবে সারা ফেলবে তাঁর ভক্তমহলে তা বলাই বাহুল্য ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ২০২৩-এ তান্ত্রিকতায় ‘শিশুবলি!’ অগ্নিগর্ভ তিলজলা - March 27, 2023
- চোয়াল ফুঁড়ে লোহার রড, পাঁচ ঘন্টা পর মুক্তি বালকের - March 27, 2023
- ডেকে নিয়ে গিয়ে খুন! - March 27, 2023