
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ নিজের সঙ্গীকে এড়িয়ে যাবেন না। আজ আপনার বাড়িতে দমবন্ধ লাগতে পারে। আজ মাথা ব্যথার সমস্যায় ভুগতে পারেন। আজ সারাদিন কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের সম্মুখীন হতে পারেন। আজ আপনার সহকর্মী আপনাকে ঢাল হয়ে রক্ষা করবেন।
বৃষ: আজ কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়বে। কোনওভাবেই দুশ্চিন্তা আপনার মাথায় উঠতে দেবেন না।আজ আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা তৈরি হবে। যারা ভালোবাসায় আছেন, তাঁরা সমস্যার সম্মুখীন হতে পারেন। মিথুন: অর্থনৈতিক চিন্তা আজ আপনার থেকে দূরে থাকবে। আজ সুস্বাস্থ্যের জন্য পুরনো অভ্যাস বদলে জীবনে নতুন অভ্যাস আনুন। কর্মক্ষেত্রে চাপে পড়বেন। আপনার হৃদয় উন্মুক্ত রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে আজই। কর্কট: আজ স্বাস্থ্য আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হারাতে পারেন। আজ সঙ্গীর সঙ্গে ছোট কথা কাটাকাটি থেকে বড় সমস্যার সূত্রপাত হতে পারে।আজ ক্লান্ত হয়ে পড়তে পারেন। সিংহ: আজ সিঙ্গেলরা একাকিত্বে ভুগতে পারেন। বিবাহিত দম্পতিরা ভালো সময় উপভোগ করবেন। আজ পুরনো ভালোবাসা পিছু ডাকতে পারে।আজ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় ভুগতে পারেন। আজ বাড়িতে অতিরিক্ত অর্থ না রাখাই ভালো।কোনও গুরুত্বপূর্ণ কাজে সঙ্গীর পরামর্শ নিন। কন্যা: আজ আপনার সহকর্মীদের সঙ্গে খুনসুটিতে দিন কাটবে।আজ অসাবধানতাবশে অর্থ হারাতে পারেন।পুরনো বন্ধু বা প্রেমিক আজ আপনাকে কাজের সুযোগ এনে দিতে পারে। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারেন আজ। তুলা: আজ আপনার পরিবার আপনাকে উৎসাহ দেবে।অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ পেতে পারেন। কর্মজীবনে বিরক্তি গ্রাস করতে পারে। আজ আপনার কেবল অর্থ সঞ্চয় না করে, অর্থ খরচ করতেও মন চাইতে পারে। বৃশ্চিক: আজ অর্থ খরচের সময় সতর্ক থাকুন। আজ অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন।আজ কর্মক্ষেত্রে রঙিন কিছু পরুন। আজ ধর্মীয় কোনও স্থানে ভ্রমণে যেতে পারেন। আজ আপনার বাবা মাকে কিছুটা সময় দিন। ধনু: আজ আপনার সঙ্গী আপনার সমস্ত নজর কেড়ে নেবে। আজ পিঠের ব্যথায় কাবু হতে পারেন। আজ কেনাকাটা করতে গিয়ে অনেক অর্থ খরচ হয়ে যাবে। সঞ্চিত অর্থ আজ ব্যয় হয়ে যাবে অনেকটা। মকর: আজ আপনার সঙ্গী আপনাকে মিথ্যে বলতে পারে। আজ মনে হবে সারাদিন কিছুতেই কাটছে না। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটবে। আজ নাটকীয় কোনও ঘটনার সাক্ষী থাকবেন। কুম্ভ: আজ হয় আপনার অর্থ হারিয়ে যাবে নয়তো অপ্রয়োজনীয় বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে। আপনার পছন্দের কোনও জিনিস খুঁজে পাবেন না। তাই সাবধানে রাখুন। মীন: আজ অস্বাস্থ্যকর খাবারের রুটিনে আপনার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। আজ আপনি কর্মক্ষেত্র থেকে সহকর্মীদের সমর্থন পাবেন। আজ সুস্বাস্থ্য রাখতে বাড়িতে তৈরি খাবার খান। আজ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়বেন। তবে সঞ্চিত অর্থ আজ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023