
ক্যাটরিনা-ভিকি জুটি এখন বলিউডে সুপার হিট। বলিউডের এই দুই তারকার সম্পর্ক থেকে বিবাহ, সবটা নিয়েই কম চর্চা হয়নি।বিয়ের পর যুগল যেদিকে, ক্যামেরাও সেইদিকে। বিদেশী ক্যাটরিনা বিয়ে করেছেন পাঞ্জাবি পরিবারের পুত্র ভিকিকে। মেমসাহেব ক্যাটরিনা পাঞ্জাবি পরিবারে একেবারে মিলেমিশে গিয়েছেন।
এর আগে একেবারে বধূ সেজে, সিঁথিতে সিঁদুর দিয়ে করয়াচৌত করেছেন ভিকির জন্য। দিন দিন তিনি যেন আরও বেশি মিশে যাচ্ছেন কৌশল পরিবারের সঙ্গে। নতুন বছরের শুরুতেও কৌশল পরিবারের বধূ হিসেবে দেখা গেল তাঁকে। সম্প্রতি সিদ্ধি বিনায়কে গিয়েছিলেন ক্যাট-ভিকি এবং ভিকির মা। সেই ছবিই ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022