
নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন বছরে দেশবাসীরা পেল নতুন উপহার। সমস্তরকম মদের উপর থেকে সরল কর। তবে ভারত নয়, এই খবর দুবাইয়ের। ২০২৩ সালের শুরুতেই মদ হয়ে গেল আরও সস্তা। এতদিন স্বতন্ত্র লাইসেন্স প্রাপ্ত ব্যাবসায়ীদের ৩০ শতাংশ কর দিতে হত। এইবার থেকে আর এই করের বোঝা থাকবে না তাদের কাঁধে। গতকাল অর্থাৎ রবিবার থেকেই দুবাইতে মদ বিকোচ্ছে জলের দামে।
মদ থেকে প্রাপ্ত অর্থ দুবাইয়ের সামাজিক অর্থনৈতিক ভিত্তির অন্যতম উৎস। মদের দাম কমিয়ে দিলে অর্থনীতি আরও মজবুত হবে বলে দাবি প্রশাসনের। নতুন বছরে দুবাইয়ের শাসন ক্ষমতায় থাকা আল মাকতুম পরিবার এই মর্মে ডিক্রি জারি করে। অনেক আগে থেকেই দুবাইতে মদের উপর থেকে নিষেধাজ্ঞা শিথীলকরণের প্রক্রিয়া চলছিল। রমদানের সময়েও দিনের আলোয় মদ বিক্রি করা হয় সেখানে। এমনকি করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়ও মদ পৌঁছে গিয়েছে বাড়িতে বাড়িতে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023