
সাতপাকে বাঁধা পড়লেন ছোট পর্দার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় । পেশায় ইঞ্জিনিয়ার অনুরণন রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী । ইতিমধ্যেই তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা ।
বিয়ের দিন একেবারে সনাতনী সাজে ধরা দিয়েছিলেন বর-কনে । রুশার পরনে ছিল লাল কাঞ্জিভরম শাড়ি , সোনার গয়না । অনুরণন পরেছিলেন পাঞ্জাবি ও ধুতি ।

বৃহস্পতিবার ইকোপার্কের কাছে এক ব্যাঙ্কোয়েটে বিবাহ আসর বসেছিল । খাওয়াদাওয়ার আয়োজনেও ছিল একেবারেই সনাতনী বাঙালি ছোঁয়া । কড়াইশুঁটির কচুরি, আলুর দম থেকে পোলাও , ফিশ কবিরাজির মতো পদের উপস্থিতি ছিল রুশার বিয়েতে।
সম্প্রতি এও শোনা গেছে, বিয়ের জন্য কেরিয়ার স্যাক্রিফাইস করতেও রাজি অভিনেত্রী । বিয়ের পর তাই বরের সঙ্গে আমেরিকা-নিবাসীই হবেন রুশা ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023