
নিউজটাইম ওয়েবডেস্ক : সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। একে অপরের সঙ্গে বিয়ে সেরেছেন সম্প্রতি । রিয়েল লাইফ কাপলকে নাকি এবার দেখা যাবে রিল লাইফের পর্দায়। এমন খবর ভেসে বেড়াচ্ছে বলি পাড়ায়। ‘শেরশাহ’তে একসঙ্গে জুটি বেঁধেছিলেন সিড-কিয়ারা। পর্দার রসায়ন গড়ায় ব্যক্তিগত জীবনে। এবার বিয়ে সেরে আবারও কী ফিরবেন পর্দায়? তাও আবার একসঙ্গে?
বলি পাড়ায় গুজব, করণ জোহারের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় র্যোমান্টিক কমেডিতে নাকি দেখা যেতে পারে দুজনকে। ছবিটি নাকি পরিচালনা করবেন ‘ধড়ক’ ছবি খ্যাত পরিচালক শশাঙ্ক খৈতান। যদিও এই খবরে এখনও সিলমোহর পরেনি। করণ জোহার থেকে শুরু করে সিড-কিয়ারা, কেউ এই বিষয়ে টু শব্দ করেননি। যদিও এই খবরে উচ্ছসিত সিড কিয়ারার ভক্তরা। তারা চাইছেন এই খবর যেন সত্যি হয়।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023