
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপিকা সঞ্চারী মুখোপাধ্যায় ।১৯ মে মেয়াদ শেষ হয় অন্তর্বর্তীকালীন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর । এরপরই নতুন উপাচার্য নিয়োগ করা হয় বিশ্ববিদ্যালয়ে ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপিকা সঞ্চারী মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিযুক্ত করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এর আগে তিনি দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার পালন করেছেন সঞ্চারী মুখোপাধ্যায় । সূত্রের খবর অনুযায়ী, আগামী নির্দেশিকা না আসা পর্যন্ত ওই দায়িত্ব সামলাবেন তিনি ।
এদিন দায়িত্ব নেওয়ার পর উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায় বলেন, “এখন সামনে ন্যাক নিয়ে কাজ করতে হবে । প্রশাসনিক কাজও রয়েছে । খুব ভালো লাগছে । এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অধ্যাপিকার কাজ করেছি ।”
Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023