
নিউজটাইম ওয়েবডেস্ক : টলিউডের পুরাতন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অন্যদিকে নতুন অভিনেত্রীদের মধ্যে নাম করেছেন রুক্মিণী মৈত্র। সম্প্রতি রুক্মিণী মৈত্রর নতুন ছবি ‘নটী বিনোদিনীর’ পোস্টার মুক্তি পেয়েছে। নাম চরিত্রে রুক্মিণীর ছবিও প্রকাশ্যে এসেছে। আর এর পরেই রুক্মিণীকে কটাক্ষ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মৈত্র।
ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা মিত্র বলেন, ‘রোগা ছিলেন নাকি বিনোদিনী? আমার সাধারণ জ্ঞান বাড়াতে এমনিই প্রশ্ন করলাম। এমনিতে শত্তুরের অভাব নেই। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না দয়া করে। এরপরেই জি কে দিদি বলে পাল্টা কটাক্ষের শিকার হন শ্রীলেখা। তাঁর ‘নটী বিনোদিনী’ সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই, বলেন নেটিজেনরা। পাল্টা পোস্ট দেন শ্রীলেখা। এক সময় ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীলেখা। পুরনো সেই ছবি শেয়ার করেছেন তিনি ফেসবুকে। সঙ্গে লিখেছেন, এই চরিত্র নিয়ে তাঁর পড়াশোনা আজকের নয়। তবে তিনি এও লেখেন, কাউকে অপমান করতে পোস্ট দেননি তিনি। পরিচালককে মন দিয়ে ‘নটী বিনোদিনী’ করার পরামর্শ দেন শ্রীলেখা। তিনি বাংলা সিনেমার পাশেই আছেন একথাও লেখেন। যদিও এই ব্যাপারে টু শব্দ করেননি রুক্মিণী মৈত্র।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023