
নিউজটাইম ওয়েবডেস্ক : আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছেন আই এস এফ কর্মীরা। এবার দক্ষিন ২৪ পরগনার ক্যানিং এর তালদি এলাকায় মৌন মিছিল করলেন আইএসএফ কর্মীরা। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে বলে দাবি তুলেছেন তারা। সেই মুক্তি না মিললে আগামী দিনে তিন বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে ভাঙড়ের বাগানআইটে মৌন মিছিল। শুক্রবার কালো ব্যাচ পরে মিছিল করলেন এলাকার আইএসএফ কর্মীরা। বাগানআইট সহ ভাঙড় বাজার এলাকায় এই মিছিল করেন তারা। নওশাদ সিদ্দিকীকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী দিনে এলাকা স্তব্দ করে দেওয়ার হুমকি দেয় মিছিলে অংশগ্রহণকারি আইএসএফ নেতারা।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023