
নিউজটাইম ওয়েবডেস্ক : লিওনেল মেসি ও মহেন্দ্র সিং ধোনী। দুই দেশের দুই তারকা। একজন খেলেন ফুটবল, আরেকজন ক্রিকেট। ক্রীড়াবিদ হওয়া ছাড়া তাঁদের দুজনের মধ্যে খুব বেশি মিল না থাকলেও, একটি মিল রয়েছে। দুজনেই ভারতীয়দের খুব প্রিয়।এমনকি ধোনীর কন্যা জিভা’ও মেসির বিরাট ভক্ত।
খ্রীষ্টমাসের পর এবং নতুন বছরের আগে নিজের প্রিয় খেলোয়াড়ের থেকে উপহার পেল জিভা। লিওনেল মেসি সেই সুদূর স্পেন থেকে উপহার পাঠালো জিভার জন্য। মেসির বিখ্যাত ১০ নম্বর টিশার্ট, এবং তাতেই সই করেছেন লিওনেল খোদ। সেই উপহার হাতে পেয়ে বেজায় খুশি ধোনী কন্যা। সেই টিশার্ট পরে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে।প্রিয় তারকার দেওয়া উপহার পেয়ে বাবাকে ভুলে যায়নি জিভা। ছবির ক্যাপশনে লেখা, ‘যেমন বাবা, তেমন মেয়ে’। ধোনী কন্যা জিভার অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রামে। ফলোয়ারও রয়েছে ১ দশমিক ৫ মিলিয়ান। জিভার সমস্ত আপডেট পাওয়া যায় সেই অ্যাকাউন্ট থেকে।যদিও অ্যাকাউন্টের উপরেই বড় বড় করে লেখা রয়েছে, ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ রয়েছে জিভার মা অর্থাৎ ধোনি স্ত্রী সাক্ষীর হাতে।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023