
৩০ ডিসেম্বর ভোরে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় পন্ত গুরুতর আহত হন। নববর্ষে মায়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত । দুর্ঘটনায় প্রাণরক্ষা পেয়েছিল। তবে গাড়িতে আগুন লেগে গিয়েছিল। প্রাথমিকভাবে তাঁকে রুরুকির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। তারপর উত্তরাখণ্ডের দেরাদুনের বেসরকারি হাসপাতালে কয়েকদিন ছিলেন। পরে মুম্বইয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল পন্তকে। সেখানে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল।
আর গতকাল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দু’টি ছবি শেয়ার করেন ঋষভ । ছবিতে দেখা যাচ্ছে ক্লাচ নিয়ে দাঁড়িয়েছেন তিনি । দেখে বোঝাই যাচ্ছে ধীরে ধীরে সুস্থতার দিক এগিয়ে যাচ্ছেন পান্ত । আর তারপর থেকেই নেটিজেনরা শুভ কামনা জানাচ্ছেন ঋষভকে ।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023