
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘ধর্মযুদ্ধে’র ট্রেলার প্রকাশ্যে এসেছে মাত্র কয়েকদিন হল, তার মধ্যেই হঠাৎ করে নর্থ বেঙ্গলে উড়ে গেলেন রাজ-শুভশ্রী। তবে শুধুমাত্র রাজ-শুভশ্রীই নন তাঁদের সাথে রয়েছেন পরমব্রত ও আরও কয়েকজন। কিন্তু হঠাৎ করে নিজেদের ভেকেশনে কেন পরম সহ বাকিদের নিয়ে যাচ্ছেন রাজশ্রী? ছবি দেখে ইতিমধ্যে এমন অনেক প্ৰশ্ন হয়তো নাড়া দিয়েছে সকলের মনে। কিন্তু নর্থ বেঙ্গলে কোন ভোকেশন নয় বরং সিনেমার শ্যুটিং সারতেই যাচ্ছেন এই টলিউড জুটি।
‘ধর্মযুদ্ধে’র ট্রেলার প্রকাশ করার পরেই তা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এই সাফল্যের জন্য কোনরকম কোনরকম সেলিব্রেশন না করেই নতুন ছবি ‘হাবজি গাবজি’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরিচালক। ইতিমধ্যেই ‘হাবজি গাবজি’ ছবির শ্যুটিং অনেকটাই হয়ে গিয়েছে। বাকি রয়েছে শেষ মুহূর্তের কিছু সিন। তাই বিভিন্ন জায়গায় শ্যুটিং চলার পর এবার বাকি শ্যুটিং-এর জন্য নর্থ বেঙ্গলে পাড়ি দিল পুরো টিম। এদিন এয়ারপোর্টে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সাথে একটি ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক। উল্লেখ্য, মোবাইল ফোন ও নিত্য নতুন গেমের মধ্যে ক্রমশই হারিয়ে যাচ্ছে বর্তমান শৈশব। কিন্তু টেকনলজির সঙ্গ না ছেড়ে কিভাবে বজায় থারবে আগামী শৈশব! সেই বার্তায় এবার ‘হাবজি গাবজি’ ছবির মাধ্যমে দিতে চলেছেন পরিচালক।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023