ট্রাম্পের দ্বিতীয় দিনের সফরে হতে চলেছে দ্বিপাক্ষিক বৈঠক

নিউজটাইম ওয়েবডেস্ক : দু’দিনের ভারত সফরে এসে প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট গিয়েছিলেন প্রধানমন্ত্রী জন্মভূমি গুজরাটে। আহমেদাবাদের গান্ধী আশ্রম দর্শন এবং মোতেরা স্টেডিয়াম উদ্বোধন শেষে বিকেলে গিয়েছিলেন তাজ মহলে। প্রথম দিন এভাবেই কাটার পর মঙ্গলবার সকাল থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক পার্টনারশিপ নিয়ে বিস্তারিত আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া দিল্লির হায়দরাবাদ হাউসেই বসবে মোদী-ট্রাম্প উচ্চস্তরের বৈঠক।

এর আগে দিনের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডিকে প্রথাগত স্বাগত জানানো হবে রাষ্ট্রপতি ভবনে। তাঁদের সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদীও। এদিন মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজঘাটেও যাবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি।

দুই দেশের মধ্যে সামরিক চুক্তি সইয়ের পাশাপাশি আরও অন্তত পাঁচটি মৌ সাক্ষর হবে নমো-ট্রাম্প বৈঠকে। এর মধ্যে থাকবে সিভিল নিউক্লিয়ার সহযোগিতা থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস এবং ট্রেড ফেসিলিটেশন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে দুপুরের খাবারের এলাহি আয়োজনও রয়েছে।
মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে সোমবারই ট্রম্প বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও একাধিক ভালো ভালো অস্ত্র তৈরি করেছে। আর এবার সেই অস্ত্রের সম্ভাবর নিয়ে তারা ভারতের সঙ্গে ব্যবসা করতে চলেছে।

জানা গিয়েছে, সামরিক শক্তি বাড়াতে ২৪ এমএইচ ৬০ নামের হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। ২৪ এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টারের দাম ২.৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, সিক্স এএইচ -৬৪ ই আপাচে হেলিকপ্টারও ভারত কিনবে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারে।

সন্ধেবেলা মার্কিন প্রেসিডেন্ট দেখা করবেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে। সেখানেই নির্দিষ্ট হাই প্রোফাইল অতিথিদের জন্যে আয়োজন করা হয়েছে এলাহি ব্যাংকোয়েটের। অনুষ্ঠান শেষেই ভারত থেকে বিদায় নেবেন ডোনাল্ড ট্রাম্প।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube