
নিউজটাইম ওয়েবডেস্ক : মাত্র দু মাস বয়স হয়েছে আলিয়া-রণবীর কন্যা রাহা’র। এরমধ্যে আবারও সন্তানসম্ভবা আলিয়া,এমনই গুঞ্জন বলি পাড়ায়।গত বছরের এপ্রিল মাসে বিয়ে করেন আলিয়া-রণবীর। এর সাত মাস পরেই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।এরপর কী আবার মা হতে চলেছেন তিনি?
অভিনয় জগতের তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা সাধারণ বিষয়। তাঁদের জীবন নিয়ে গুজবও রটে।এর আগেও বহু অভিনেত্রীর অন্তঃসত্বা হওয়ার খবর রটেছে। কিন্তু অভিনেত্রীরাই এগিয়ে এসে সেই গুজবে জল ঢেলেছেন। যদিও দ্বিতীয়বার অন্তঃসত্বা হওয়ার রটনা নিয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া। এই খবর কী সত্যিই গুজব? নাকি কাপুর পরিবারে আবারও খুশির খবর? জানা যায়নি এখনও।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023