
সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা নেহাতই পুরনো । মনের দুঃখে আত্মঘাতী হতে অনেকেই বেছে নিয়েছেন এই পথ । তেমনই ঘটনা ঘটল আবার । এবার দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গা বক্ষে ঝাঁপ মারেন এক যুবক ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল আটটা নাগাদ এক যুবককে ব্রিজের ওপরে বাইক রেখে ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । বেশ কয়েক জন বাইক আরোহী তাঁকে দেখে রাস্তায় নেমে পড়েন।
এরপরে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে বুঝতে পেরেই ঘটনাস্থলে ছুটে যায় হেস্টিংস থানার পুলিশও । পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই ওই যুবক গঙ্গায় ঝাঁপ মারে। তাঁর খোঁজে রিভার ট্রাফিক পুলিশ তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ আরিফ আনসারি। তিনি কাঁকুড়গাছি পুলিশ স্টেশনের অন্তর্গত মতিলাল বসাক লেনের বাসিন্দা। পেশায় আইনজীবী তিনি। পুলিশ সূত্রে খবর, গত তিন বছর আগে তিনি বিয়ে করেছেন এবং তাঁদের দুই বছরের একটি সন্তানও রয়েছে।
তবে কেন ঘটালেন এমন ঘটনা? তা নিয়ে উঠছে প্রশ্ন । যুবকের পরিবার সুত্রে খবর, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় তাঁর। এরপর তিনি শনিবার সকালে বাইক নিয়ে বাড়ি থেকে বার হয়ে যান। আর তারপরেই ঘটে এই ঘটনা ।
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023
- এখনও অসুস্থ বিগ বি? - March 20, 2023