দোল তারপর হোলি, চেহারা ও চুল থেকে রং তোলার ঘরোয়া উপায় জানুন
2 weeks ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
বাঙালির দোল, অবাঙালিদের হোলি, কিন্তু রঙের খেলা তো আর কোনও নিয়ম মানে না। যারা সুযোগ পেয়েছেন তারা এই দু’দিনই চুটিয়ে রং খেলবেন। কিন্তু রং খেলে আবার পরের দিন কাজে ফিরতে হবে। এই গা ভর্তি রং নিয়ে কীকরে ফিরবেন কাজে! তাই জেনে নিন রং থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়।
ডিমের সাদা অংশ এবং দই
রং তোলার একটি
ভালো ঘরোয়া উপায় হল ডিমের সাদা অংশ এবং দই’এর ব্যবহার। একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে
নিন, এরপর ডিমের কুসুমটি আলাদা করে তুলে নিন। এবং ডিমের মধ্যে এক চামচ দই মিশিয়ে নিন।
একটি চামচ দিয়ে মিশ্রণটি মিশিয়ে নিন ভালো করে। সেই মিশ্রণ দিয়ে ভালো করে স্ক্রাব করে
নিন চেহারায়-গায়ে। দেখবেন আগের থেকে অনেকটা রং উঠে আসবে।
সরষের তেল
সব বাঙালি ঘরেই
সরষের তেল পাওয়া যায় সহজেই। এই তেল ত্বকের জন্য খুবই ভালো। প্রথমে সাবান শ্যাম্পু দিয়ে
ভালো করে স্নান করে নিন। তারপর সরষের তেল মেখে থাকুন কিছুক্ষণ। এরপর আবার জল দিয়ে,
সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে নিন, দেখবেন রং চলে যাবে অনেকাংশে।
আটা
মৃত চামড়ার কোষ
তুলতে আটা খুবই উপকারী জিনিস। গমের আটা দিয়ে রঙও তুলতে পারবেন সহজে। একটি বাটিতে ২
টেবিল চামচ আটা নিন। এর মধ্যে দু থেকে তিন চামচ লেবুর রস নিন। ভালো করে মিশিয়ে নিয়ে
ত্বকে লাগান সরাসরি। এরপর কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন রং গায়েব।