
নিউজটাইম ওয়েবডেস্ক : দোল পূর্ণিমার দিন সাদা পাঞ্জাবি পাজামায় শান্তিনিকেতনে নিজের মতো করে আনন্দ উপভোগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রবি ঠাকুর, শান্তিনিকেতন বাঙালির আবেগ। বাঙালি হিসেবে বিশেষ করে দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে আর পাঁচটি জায়গার চেয়ে আলাদা ছবি থাকে। বিভিন্ন রঙের আবিরে দূর দূরান্ত থেকে আসা মানুষরা একে অপরকে রাঙিয়ে দেয়। সেই উৎসবে এবার সামিল পশ্চিমবঙ্গের রয়েল বেঙ্গল টাইগার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনো শান্তিনিকেতনের সুবর্ণরেখার বইয়ের দোকানে বইয়ের পাতায় চোখ বোলানো। কখনো আবার শান্তিনিকেতনের রতন পল্লীতে চায়ের দোকানে একদম সাধারণ মানুষের মত ধরা দিল ক্যামেরাবন্দী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023