দোলের দিন কমল মেট্রোর সংখ্যা, জানুন বিস্তারিত

নিউজটাইম ওয়েবডেস্ক : দোলের দিন যদি মেট্রোয় যাতায়াত করবেন ভেবে থাকেন, তাহলে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। অন্যান্য দিন যে নিয়মে মেট্রো চলে থাকে, তাতে আজ রাশ টানছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর ব্লু বা নীল লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে চলবে কম মেট্রো। অন্যান্য দিন কলকাতা মোট ২৮৮ টি মেট্রো পরিষেবা দেয়। কিন্তু মঙ্গলবার সেই জায়গায় ৬০ টি মেট্রো পরিষেবা দেবে।

অর্থাৎ আপে ও ডাউনে ৩০টি করে পরিষেবা দেবে মেট্রো, এরমধ্যে ৫৮টি পরিষেবা চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে। বাকি দুটি ট্রেন চলবে কেবল কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত। কিন্তু এই পরিষেবা সারাদিন পাওয়া যাবে না। কবি সুভাষ থেকে দুপুর ২টো ৩০ মিনিটে মেট্রো ছাড়বে। শেষ মেট্রোর সময়সূচী অপরিবর্তিত থাকবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube