নিউজটাইম ওয়েবডেস্ক :
শীতের বিদায় দিয়ে
বসন্তের শুরু, শুরু ইংরেজি নতুন মাসেরও। শীত কাটিয়ে এইবার ভ্যাপসা গরমের ছোঁয়া পাবে
রাজ্য। অন্যান্য বছরের তুলনায় এই বছর গরম একটু বেশিই পড়বে, এই দুঃসংবাদ আগেই শুনিয়েছে।
কিন্তু কবে থেকে এই গরমের আভাস পাবে বাঙালি এইবার সেই কথাও জানাল, আবওহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের
পূর্বাভাস মার্চের ৩ তারিখ থেকেই বাড়তে শুরু করবে বঙ্গের তাপমাত্রা। দিনের বেলায় প্রখর
রোদ থাকবে, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।দোলের দিন সেই তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি
এমন আশঙ্কাই শোনাল হাওয়া অফিস।