দৈনিক সংক্রমণে কলকাতায় এখনও এগিয়ে সবচেযে বেশি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭০

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাজ্যে  নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত ৪১৫ জন, এই নিয়ে এ রাজ্যে মোট আক্রান্ত ১১,৯০৯ জন। তারমধ্যে অ্যাক্টিভ কেস বা আক্রান্তের সংখ্যা ৫,৩৬৮ জন। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০জন, ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৯৫ জন। রাজ্যে ২৪ ঘণ্টায় মোট ৮,৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে, ফলে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩,৫১,৭৫৪ জনের। কলকাতায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৭০ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, শহর লাগোয়া এবং কলকাতার অংশে থাকা এই জেলায় আক্রান্তের ৭০ জন।

তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। গঙ্গাপাড়ের এই জেলায় আক্রান্তের সংখ্যা ৪০ জন। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৩১ জন। কোচবিহারে আক্রান্তের সংখ্যা ১৮ জন।

কলকাতায় এর আগে ১৩ জুন তারিখে দৈনিক সংক্রমণ ছিল ১৫৮ জন। শহরে ২৪ ঘণ্টায় ১০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়।

রাজ্যে করোনার হাসপাতালের সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৭টি। শয্যার সংখ্যা ৮,৭৮৫ থেকে বেড়ে হয়েছে ১০,১০৫টি। আইসিইউ শয্যার সংখ্যা ৯২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৪৮টি। ভেন্টিলেটরের সংখ্যা ৩৯২ থেকে বাড়িয়ে ৩৯৫ করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube