
নিউজটাইম ওয়েবডেস্ক : দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত প্রায় ২০ হাজার। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫.৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় এ দেশে ৪১০ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু হয়েছে ১৬,০৯৫ জনের। ভারতে এখন কোভিড-১৯ রোগীর সংখ্যা ২,০৩,০৫১ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩,০৯,৭১৩ জন। ভারতে এক লাখ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন এক সপ্তাহেরও কম সময়ে।
এদিকে করোনা সংক্রমণের মধ্যেই আতঙ্ক আরও বাড়ছে। পশ্চিম মুম্বইয়ে এক তরুণের শরীরে পাওয়া গেল কাওয়াসাকি রোগের লক্ষণ৷ ভারতে কাওয়াসাকি রোগের লক্ষণ এই প্রথমবার দেখা গেল। দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এরাজ্যে মোট আক্রান্তের মধ্যে ৫,১০৩ জন ১০ বছরের কম বয়সী, ৯,৩৭১ জনের বয়স ১১-২০ বছরের মধ্যে। বিশ্বজুড়ে করোনার থাবা। পৃথিবীব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি। মৃত্যু বেড়ে হয়েছে ৪.৯৮ লাখ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022