দেশে মোট করোনা আক্রান্ত সাড়ে ৫ লক্ষ ছুইঁ ছুঁই, ২৪ ঘন্টায় সংক্রমিত ১৯৪৫৯ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বাড়ল ১৯,৪৫৯ জন। ফলে মোট সংক্রমিতের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের গণ্ডি ছুঁই ছুঁই। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৪৫৯ জন। স্বস্তির বিষয় যে, করোনা রোগী ও করোনাজয়ীর সংখ্যাগত ব্যবধান ক্রমশ বাড়ছে। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ২.১ লাখ ও সুস্থ হয়ে উঠেছেন ৩.২ লক্ষ মানুষ। সংক্রমণের উর্ধ্বগতির কারণেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সম্পূর্ণ বা আংশিক লকডাউন জারি করা হয়েছে। তেলেঙ্গানাও নতুন করে লকডাউন জারির বিষয়ে বিবেচনা করছে। এক সপ্তাহেরও কম সময়ে ভারতে করোনা সংক্রমিত হয়েছে ১ লক্ষ মানুষ।

উত্তরপূর্ব ভারতের মণিপুর আসামে লকডাউন বৃদ্ধি করা হয়েছে। কামরূপে ১২ই জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকবে। মণিপুরে ১৫ জুলাই পর্যন্ত লকডাউন বলবৎ থাকছে। তবে, ১লা জুলাই থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু থাকলেও অন্য কোনো গণপরিবহণ চলবে না। মহারাষ্ট্রের ৩০ জুন পঞ্চম দফার লকডাউন শেষ হওয়ার পরও সে রাজ্যে লকডাউন বহাল রাখা হতে পারে উদ্ধব প্রশাসন। বাংলাতেই ছাড় সহ গোটা জুলাই মাস লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পৃথিবীজুড়ে ১ কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত, মৃত প্রায় ৫ লক্ষ। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের। তার পরেই রয়েছে, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube