দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াল, মৃত্যু ২৫ হাজার

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ১০ লক্ষ। গত বেশ কয়েকদিন ধরে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ছিল ভারত। রেকর্ড গড়ায় দিনের মাঝের ব্যবধান সমানে কমছিল। এরই মধ্যে শুক্রবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষে পৌঁছল। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৯৫৬ জন। এই সংখ্যা এখনও প‌র্যন্ত সর্বোচ্চ। এর ফলে মো‌ট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। এর সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার, বর্তমানে দেশে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৯.৮ শতাংশ।

সংক্রমণের সংখ্যা ‌যে হারে বাড়ছে, তাতে বেশ চিন্তায় বিশেষজ্ঞ মহল। বৃহস্পতিবার, ভারতের অন্যতম প্রশংসিত প্রতিষ্ঠান ব্যাঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স একটি পরিসংখ্যান প্রকাশ করে। তাতে বলা হয় বর্তমান হারে সংক্রমণ চলতে থাকলে আগামী সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাাঁড়াবে ৩৫ লক্ষ। এবং এই সংখ্যা ‌যে এখানেই থেমে থাকবেনা তা বলাই বাহুল্য। এই সংখ্যা বেশ চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষকেও।

সংক্রমণের সাথে সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও, ইতিমধ্যেই ২৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ গেছে ৬৮৭ জন মানুষের। এর ফলে বর্তমানে দেশে মোট করোনায় মঋতের সংখ্যা দাঁড়াল ২৫,৬০২ জন। এর মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১১,১৯৪ জন। এর পরেই মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে রাজধানী দিল্লি, এখানে মৃতের সংখ্যা ৩,৫৪৫। মৃতের হারে তৃতীয় স্থানে তামিলনাড়ু, এই রাজ্যে মৃতের সংখ্যা ২,২৩৬ জন।

দেশে  করোনা সংক্রমণে শুরুর সময় থেকেই উদ্বেগজনক পরিস্থিতি ছিল মহারাষ্ট্রে। সেই সময় থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে এই রাজ্য। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,৫০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে প্রায় প্রত্যেকদিন ৪ হাজার থেকে ৪,৫০০ জন নতুন করে সংক্রামিত হচ্ছেন তামিলনাড়ুতে। এখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১,৫৬,৩৬৯।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube