
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনাভাইরাসে এ বার প্রথম মৃত্যু হল তামিলনাড়ুতে। বুধবার ভোররাতে মারা গিয়েছেন ৫৪ বছরের এক রোগী। এই নিয়ে কোভিড-১৯ এ বলি হলেন ১১ জন। বুধবার ভোররাতে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়শংকর ট্যুইট করে এই সংবাদ জানিয়েছেন, রাজাজি হাসপাতালে করোনায় যাঁর মৃত্যু হয়েছে তাঁর দীর্ঘদিন ধরে সি ও পি ডি-র সমস্যা ছিল। ছিল ডায়াবিটিজ ও উচ্চ রক্তচাপ ও । এর আগে রাজ্যে নতুন করে ৩ জনের করোনাভাইরাসের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী । তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি জানান, চেন্নাইয়ে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নিউ জিল্যান্ড ফেরত ৬৫-র বৃদ্ধ বেসরকারি হাসপাতালে ভর্তি। ৫৫ বছরের বৃদ্ধা কিলপাউক হাসপাতালে এবং ২৫ বছরের লন্ডন ফেরত যুবক রাজীব গান্ধী সরকারি হাসপাতালে ভর্তি। মঙ্গলবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০-এরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬২। ক্রমেই উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে। অপরদিকে, সোমবার গভীর রাতে মুম্বইয়ে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায়, ৬৫ বছরের ওই বৃদ্ধ সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন।ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে আগেই লকডাইনের সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ রাজ্য। এরপর রাত ৮টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে দেওয়ায় পৃথকভাবে রাজ্যগুলির লকডাউনের প্রশ্ন থাকলো না।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022