দেশে মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী! একদিনে সুস্থ ৯৩ হাজার রোগী

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে একদিকে যেমন দৈনিক সুস্থতার হার নজীরবিহীনভাবে বেড়ে চলছে, তখন উর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। নিত্যদিনই প্রায় হাজার জনের বেশি মানুষ করোনার ছোবলে প্রাণ হারাচ্ছে। যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৮৯ জনে মৃত্যু ঘটেছে এই মারণ ভাইরাসে। যার ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ হাজার ৩৭৯।

অন্যদিকে দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তবে তা ছাপিয়ে যেতে পারেনি সুস্থতার হারকে। গত একদিনে ৮৫ হাজার ৩৬২টি ফ্রেশ কেস ধরা পড়েছে ভারতে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯ লক্ষ ৩ হাজার ৯৩২। অন্যদিকে দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৯৩ হাজার ৪২০ জন। যার ফলে দেশে করোনাজয়ীদের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৮৪। এদিকে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যাও এখন নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় অতিরিক্ত ৯ হাজার ১৪৭ জন সুস্থ হওয়ার জেরে সক্রিয় কেসের সংখ্যা কমে হয়েছে ৯ লক্ষ ৬০ হাজার ৯৬৯।

রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে ১৭ হাজার ৭৯৪ জনকে দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৭৫৭ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৫৯২ জনকে নিয়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯ লক্ষ ৯২ হাজার ৮০৬ জন। পাশাপাশি অন্ধ্র প্রদেশে গত একদিনে ৭ হাজার ৭৩ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা। যার ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৬১ হাজার ৪৫৮।

অন্ধ্রের পরে তামিলনাড়ুর দৈনিক আক্রান্তের সংখ্যা খুব একটা কমেনি। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৫৭৯ জনকে নিয়ে সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ৫ লক্ষ ৬৯ হাজার ৩৭০। গতকাল রাত ১২টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৬২৬ জন। যার ফলে মোট রিভকারি কাউন্ট বেড়ে হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ৮৩৬।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube