দেশে ফের মত্যু করোনা আক্রান্তের, মৃতের সংখ্যা দাঁড়াল ১১

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনায় মৃত আরও একজন।  দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়ে মত্যু হল এক ৬৫ বছরের বৃদ্ধর। এই বৃদ্ধ গত ১৫ই মার্চ আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন দেশে । দেশে ফেরার পর  তিনি আমেদাবাদেও গিয়েছিলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং মুম্বইয়ে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১১, এবং মৃতের সংখ্যা ১১। ভআরত এখন করোনা সংক্রমণএর তৃতীয় প‌‌র্যায়ে  রয়েছে , ‌যা হল সামাজিক সংক্রমণ। এবং এই প‌র্যায়ে সংক্রমৎ রোখার জন্য কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube