দেশে ফের বাড়লো ২৪ ঘন্টার গ্রাফ, একধাক্কায় আক্রান্ত ৭৮ হাজার ছাড়াল

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে ফের করোনার গ্রাফ চড়ল একলাফে বেশ অনেকটা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়ালো। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষের কাছাকাছি। গত কয়েকদিন নতুন সংক্রমণের গ্রাফ বেশ কিছুটা কমেছিল। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারের নিচে ছিল, এরপর হঠাৎ করেই এই সংখ্যা ৭৯ হাজারেও চলে ‌যায়। বুধবার আবার সেই গ্রাফে উর্দ্ধগতি দেখা ‌যায়। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮,৩৫৭ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৬৯,৫২৩। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮,০১,২৮২ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২৯,০১,৯০৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬২,০২৬ জন।

গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১০৪৫ জনের। এরফলে বর্তমানে দেশে মৃতের সংখ্যা ৬৬,৩৩৩ হলেও, দেশে সুস্থতার হার ৭৬.৯৮ শতাংশ। মৃতের হার ১.৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড পরীক্ষা হয়েছে ১০,১২,৩৬৭ জনের বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের নিরিখে দেশ এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৭২১। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২,৯৪৩ জন। তবে বর্তমানে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৮২২ জন। এখনও প‌র্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১,৩৭,৬১৬ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube