
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৪,৫৩১, এবং মৃত্যুর সংখ্যা ১,০৯২। এর ফলে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭,৬৭,৬৭৪। জানাল, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যন মন্ত্রক।
এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬,৭৬,৫১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০,৩৭,৮৭১ জন। মৃতু হয়েছে ৫২,৮৮৯ জনের, জানায় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে জানানো হয়েছে, গত ১৮ই অগাস্ট পর্যন্ত দেশে মোট করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ৩,১৭,৪২,৭৮২। এর মধ্যে ৮,০১,৫১৮ টি নমুনা পরীক্ষা হয়েছে মঙ্গলবার। মহারাষ্ট্র এখনও পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে। এই রাজ্যে ১,৫৬,৯২০ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৪,৩৭,৮৭০ জন। মৃতের সংখ্যা ২০,৬৮৭।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022