
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের গন্ডী পেরোলো। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফ থেকে জানানো হল এই পরিসংখ্যান। মৃতের সংখ্যাও ছাড়াল ৩০ হাজার। এর ফলে ফ্রান্সকে পিছনে ফেলে এবার মৃতের হারে বিশ্বে ষষ্ঠ স্থানে উঠে এল ভারত। এখনও পর্যন্ত মার্কিন যুক্ত রাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো এবং ইটালিতে মৃতের সংখ্যা ভারতের থেকে বেশি।
বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৬ হাজার ২ জন। এরমধ্যে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ স্তরে আছে মহারাষ্ট্র। এই রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৭ হাজার ৭৪৯। এরপরই আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু ১ লক্ষ ৯৯ হাজার ৭৪৯। তৃতীয় স্থানে ১ লক্ষ ২৭ হাজার ৩৬৪ জন আক্রান্ত নিয়ে রয়েছে রাজধানী দিল্লি। বর্তমান হারে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হতে সময় লাগছে মাত্র তিন সপ্তাহ। গত ২রা জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ লক্ষের কিছু বেশি। গত শুক্রবার এই সংখ্যা ১০ লক্ষের গন্ডী পেরোয়। এরপর থেকে অন্ততপক্ষে তিন লক্ষ মানুষ আরও নতুন করে আক্রান্ত হয়েছেন। যদিও কেন্দ্রের তরফ থেকে বারংবার প্রথম থেকেই দাবি করে আসা হচ্ছিল অন্যান্য বহু দেশের থেকে ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশ কম। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন জানান, বর্তমানে দেশে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে আক্রান্তের সংখ্যা ৮৬৪ এবং মৃতের সংখ্যা ২১। এর সাথে তিনি জানান দেশে সুস্থতার হার ৬৩.৪৫ শতাংশ, এবং মৃত্যু হয়েছে ২.৩ শতাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022