
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ থেকে ৭ লক্ষে পৌঁছতে সময় লাগলো মাত্র ৪ দিন। গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে ২২,২৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা গেছে যে, সব মিলিয়ে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছলো ৭,১৯,৬৬৫ তে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০,১৬০ এ।
সারা দেশে মোট ৪,৩৯,৯৪৮ জন রোগী কোভিড- ১৯ এর সঙ্গে যুঝে সুস্থ হয়েছেন। ফলে এই পুনরুদ্ধারের হার বেড়ে এখন ৬১.১৩ শতাংশ হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে। তারপরেই সংক্রমণের বিচারে তালিকায় পরপর রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্নাটক।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022