দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা! বাড়ল সুস্থতার হার

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি মাসের শুরু থেকে এমনিতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী ছিল। মাঝে অবশ্য কয়েকটাদিন সংক্রমিতের হার কিছুটা হলেও নিম্নমুখী হচ্ছিল। কিন্তু খুব একটা বেশি নয়। তবে গত ২৪ ঘন্টায় সেই ব্যবধান বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গতকাল রাত ১২টা পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৩ হাজার ৮০৯ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ লক্ষ ৩০ হাজার ২৩৬।

আক্রান্তের সংখ্যার পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। তবে খুব একটা্ বেশি নয়। গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে ১ হাজার ৫৪ জনের। যাঁর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ৭৭৬ জনের। অন্যদিকে আবার তাৎপর্যপূর্ণভাবে দেশে বেড়েছে রিকভারি রেটও। গত সোমবার রাত ১২টা পর্যন্ত সুস্থ হয়েছে ৭৯ হাজার ২৯২ জনের। যার ফলে দেশে মোট সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৩৯৯ জনের। সবমিলিয়ে ৩ হাজার ৪৬৩ জনকে নিয়ে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হল ৯ লক্ষ ৯০ হাজার ৬১।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube