দেশে এমার্জেন্সি জারির খবর ভুয়ো-ইন্ডিয়ান আর্মি

নিউজটাইম ওয়েবডেস্ক : গুজবে ইতি নেই। কিছুদিন ধরেই শোনা যায় করোনার জেরে দেশে আর্মি নামানো হবে, এমার্জেন্সি জারি হবে।ভারতীয় সেনার তরফ থেকে এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয় যে এই সকল খবরগুলি সম্পূর্ণ ভুয়ো। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সব গুজব রটছে তার মধ্যে অন্যতম হল যে দেশব্যাপী লকডাউন শেষ হওয়ার পরে সরকার দেশজুড়ে এমার্জেন্সি ঘোষণা করবে, রাস্তায় পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীকে নামানো হবে। সেই সকল রিপোর্ট যে ভুল, এদিন আর্মির পক্ষ থেকে সেটি জানানো হল।

সেনাবাহিনীর থেকে সোমবার একটি ট্যুইট প্রকাশ করা হয় সেখানে বলা হয়,এনসিসি, এনএসএস ও অবসারপ্রাপ্ত সৈনিকদের দেশের পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়েন করা হবে, এমন খবর পুরোপুরি ভুল।

প্রসঙ্গত কয়েকদিন আগেই সেনা প্রধান এমএম নার্ভানে জানিয়েছেন যে যেখানেই প্রয়োজন পড়বে, সেখানেই তারা সাহায্য করতে। বিশেষত: করোনার মোকাবিলায়। একই সঙ্গে সেনাবাহিনীর জওয়ানদের তিনি মহামারীর জন্য সতর্ক থাকতে বলেছে,যারা সীমান্তে অবস্থিত।

অন্যদিকে এদিন সকালে কেন্দ্রের তরফে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়ে দেন করোনার জেরে যে লকডাউন চলছে, সেটির বৈধতা বাড়বে, এরকম রিপোর্ট ভুল। ১৪ এপ্রিলের পর লকডাউন বৃদ্ধি করার কোনও পরিকল্পনা নেই বলেই তিনি জানান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube