
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘণ্টায় ফের রেকর্ড সংক্রমণ ভারতে। একদিনে ৪৮,৬৬১ জন সংক্রমিত হয়েছেন। এই সংক্রমণ ধরে দেশে মোট সংক্রমিত ১৩,৮৫,৫২২। পাশাপাশি মৃত বেড়ে ৩২,০৬৩, একদিনে মৃত ৭০৫। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮,৮৫,৫৭৭। সুস্থতার হার ৬৩.৯১%। এদিকে গত তিন সপ্তাহে একলাফে প্রায় দ্বিগুণ বেড়েছে সংক্রমণ। এদিকে, পরপর চার দিনে দেশে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় ৪৫ হাজারের ওপরে।
দশ তথ্যে দেশের করোনা সংক্রমণ:- মহারাষ্ট্রে মোট সংক্রমিত ৩,৬৬, ০৭, ৩৬৮জন। শনিবার থেকে রবিবার, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯২৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২,০৭, ১৯৪ জন
- দেশে মোট সুস্থ হয়েছেন ৮.৮৫ লক্ষ মানুষ। সুস্থতার হার ৬৩.৯১%
- কর্নাটকে মোট সংক্রমিত ৯০ হাজার পেরলো। একদিনে মোট সংক্রমিত পাঁচ হাজার
- এদিকে সক্রিয় সংক্রমণের নিরিখে দিল্লির অবস্থা উন্নতি। আট নম্বরে নেমেছে উত্তরের এই রাজ্য। শনিবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
- কেরলে নতুন করে হাজারের উপর সংক্রমিত। মোট সংক্রমিত ১৮,০৯৮
- দু’লাখ ছাড়ালো তামিলনাড়ুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় সাত হাজার
- গুজরাতে একদিনে প্রায় হাজারের উপর সংক্রমণ। মোট সংক্রমিত ৫৪ হাজার ৭১২
- ২৭ জুলাই মহারাষ্ট্রে প্লাজমা দান প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
- সংক্রমণের বিচারে বিশ্বের তিন নম্বরে ভারত। আগে ইউএস ও ব্রাজিল
- এখনও পর্যন্ত বিশ্বে সংক্রমিত ১৫.৫ মিলিয়ন সংক্রমিত। মৃত ৬ লক্ষ ৩৩ হাজার
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022