
নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনে দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৬৫ হাজার ছুঁল। এর সাথে সাথে গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬.৬১ লক্ষ।
দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে প্রথম ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬০ হাজারের গন্ডিতে। এরপর বেশ কিছুদিন এই হারেই বাড়ছিল আক্রান্তের সংখ্যা। শুক্রবার এই হার ছাড়িয়ে যায় ৬২ হাজারও। বৃহস্পতিবার একদিনে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজারের কাছাকাছি হয়ে যায়। এখনও পর্যন্ত ২৪ ঘন্টায় সংক্রমণের হারে এই সংখ্যাটিই সর্বোচ্চ। চলতি সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যার হার বেশ খানিকটা কমেছিল। একদিনে আক্রান্ত ছিল ৫৩,৬০১ জন। এরপর ফের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১ হাজার। বৃহস্পতিবার এই সংখ্যা কমলেও শুক্রবার তা বেশ বেড়ে যায়। শুক্রবার প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬৪, ৫৫৩ জন। এরফলে বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা ২৪,৬১,১৯০ জন। এরমধ্যে চিকিৎসাধীন ৬,৬১,৫৯৫। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭,৫১,৫৫৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৫,৫৭৩ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022