
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। গত বেশ কয়েকদিন ধরেই ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬২ হাজার।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৬২,৫৩৮। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮৮৬। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০,২৭,০৭৪। এর মধ্যে চিকিৎসাধীন আছে ৬,০৭,৩৮৪। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৭৮,১০৫। তবে চিকিৎসকরা আশার আলো দেখছেন সুস্থতার হারে। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৭.৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় সেরে উঠেছেন ৪৯,৭৬৯ জন। সেই তুলনায় মৃতের হার অনেক কম, ২.০৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট কোভিড পরীক্ষা হয়েছে ৬,৩৯,০৮২ জনের। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯২,৫৭,৬৪৯। মৃত ৭,১৭,৬৮৭। এবার ফের চীনের মূল ভূখন্ডে ফের ১০ জনের শরীরে করোনা সংক্রমণ লক্ষ্য করা গেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022