
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ছাড়ালো। শুক্রবার ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার এই সংখ্যা রেকর্ড ভেঙে হয় ৭০ হাজার। ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত এই সংখ্যা সর্বাধিক।
এরমধ্যে দিন কয়েক কমেছিলো নতুন করে আক্রান্তের হার। তাতেই আশার আলো দেখছিল দেশবাসী। তবে সেই আশাও রাখা যায়নি বেশিদিন। বুধবার নতুন করে আক্রান্ত হয় ৬৪ হাজার, এবং মৃত্যু হয় প্রায় ১০০০ এরও বেশি মানুষের। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সেই রেকর্ডও। শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘনাটায় আরও ৬৮,৮৯৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এরফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯,০৫,৮২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,৯২,০২৮। সুস্থ হয়ে উঠেছেন ২১,৫৮,৯৪৬ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022